ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় বিজয় দিবস উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর, ২০২৫
হাতিয়ায় বিজয় দিবস উপলক্ষে জিয়া মঞ্চের আলোচনা সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
ad728
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়ার ১নং হরনী ইউনিয়নের আলী বাজারে জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা জিয়া পরিবারের স্বাধীনতা ও গণতন্ত্রে অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশের আকাশে যখনই কালো মেঘের ছায়া নেমে এসেছে, তখনই জিয়া পরিবার এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও জিয়া পরিবার ও বিএনপি জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহবুবর রহমান শামীমকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।

১নং হরনী ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামসেদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জিয়া মঞ্চ হাতিয়া উপজেলা সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলন, সাধারণ সম্পাদক ডা. এহসানুল হক জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ডা. সৈকত, হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান উদ্দিন রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য মাইন উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, যুবদল নেতা শাহীন আলম, মো. মাসুম, ইউনিয়ন শ্রমিক দল নেতা মোস্তাফিজ, ফয়েল উদ্দিন, তাঁতী দল সভাপতি আলমগীর, মৎস্যজীবী দল নেতা ডা. ফয়েল, জিয়া মঞ্চ নেতা আশ্রাফ, সাহাবউদ্দিন, সিরাজ মেম্বার, আরিফ, রাসেল মাহমুদ, আফছার, আফছার মেস্ত্রি, খোকন মিয়া, সমির, রাজু, আতিক, সম্পদ, মেহেরাজ, এমরানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
হৃদয়ের অতল গহ্বর থেকে উচ্চারিত এক দ্বীপ কন্যার না বলা কিছু ক

হৃদয়ের অতল গহ্বর থেকে উচ্চারিত এক দ্বীপ কন্যার না বলা কিছু ক