নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ডালচরে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘সুখচর উন্নয়ন ফোরাম’। শুক্রবার (৯ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে ডালচরের অর্ধশতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়।
সুখচর উন্নয়ন ফোরামের সভাপতি মো. রকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নূর উদ্দিন মেশকাত।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নূর উদ্দিন বলেন, “তীব্র শীতের প্রকোপে চরাঞ্চলের শ্রমজীবী ও দরিদ্র মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। এই অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের আন্তরিকভাবে এগিয়ে আসা জরুরি। সুখচর উন্নয়ন ফোরামের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “মানবতার সেবাই প্রকৃত ইবাদত। সমাজের অবহেলিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ছাত্র ও তরুণ সমাজকে এ ধরনের মানবিক কাজে আরও সক্রিয় হতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা চরাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
শীতবস্ত্র পেয়ে ডালচরের বাসিন্দারা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী জানান, হাড়কাঁপানো শীতে এই উপহার তাদের জন্য অনেক বড় সহায় হিসেবে কাজ করবে। পরিশেষে, সংগঠনটির পক্ষ থেকে আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
Hatiyar Kotha