ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় হাতিয়ার গণমাধ্যমকর্মীদের মিলনমেলা ও শীত উৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : ৯ জানুয়ারি, ২০২৬
ঢাকায় হাতিয়ার গণমাধ্যমকর্মীদের মিলনমেলা ও শীত উৎসব ছবির ক্যাপশন:
ad728
ঢাকায় টেলিভিশন, ডিজিটাল, অনলাইন ও প্রিন্ট পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া দ্বীপের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মিলনমেলা ও শীত উৎসব।

গত ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি অডিটোরিয়ামে এ মিলনমেলা ও শীত উৎসব অনুষ্ঠিত হয়। ঢাকায় কর্মরত দ্বীপ হাতিয়ার গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলো-এর সিইও মুনিফ আম্মার, যমুনা টেলিভিশন-এর সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন রবিন, নাগরিক টেলিভিশন-এর সিনিয়র উপস্থাপক ফয়সাল মোরশেদ, বৈশাখী টেলিভিশন-এর স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর রিপোর্টার সাদ্দাম হোসাইন ও মিরাজ উদ্দিন, স্বাধীন নিউজ-এর স্টাফ রিপোর্টার দিনাজ উদ্দিন এবং রিপোর্টার মোহাম্মদ হান্নানসহ ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া দ্বীপের গণমাধ্যমকর্মীরা।

মিলনমেলায় শীতের ঐতিহ্যবাহী চিতই পিঠা ও সুস্বাদু হাঁসের মাংসের সঙ্গে চলে স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা ও হাসি-আনন্দ। দীর্ঘদিন পর একত্রিত হয়ে হাতিয়ার স্মৃতি, সাংবাদিকতার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

এজে/হাতিয়ার কথা

নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স