ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় জামায়াতের প্রার্থী পরিবর্তন নিয়ে ভুয়া তথ্য প্রত্যাখ্যান করল ড. আব্দ্দুদ্দাইয়ান ইউনূছ

  • নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর, ২০২৫
হাতিয়ায় জামায়াতের প্রার্থী পরিবর্তন নিয়ে ভুয়া তথ্য প্রত্যাখ্যান করল  ড. আব্দ্দুদ্দাইয়ান ইউনূছ ছবির ক্যাপশন:
ad728
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন সংক্রান্ত বেশ কিছু গুজব ও বিভ্রান্তিকর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ড. আব্দ্দুদ্দাইয়ান মুহাম্মাদ ইউনূছ।
কিছু পোস্টে দাবি করা হয়েছে যে—জামায়াতের বর্তমান প্রার্থী অ্যাডভোকেট শাহ মুহাম্মাদ মাহফুজুল হককে পরিবর্তন করে নতুন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। ড. ইউনূছ এসব তথ্যকে "সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব" বলে উল্লেখ করে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।
তিনি জানান, প্রার্থী পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত, আলোচনা বা বাস্তবতা—কোনোটিই নেই। এসব ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়— "হাতিয়া উপজেলার জামায়াতে ইসলামীর একমাত্র প্রার্থী অ্যাডভোকেট শাহ মুহাম্মাদ মাহফুজুল হক। তাঁর প্রতি হাতিয়াবাসীর মতো আমাদেরও পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।"
ড. ইউনূছ গুজব ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যারা এসব বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়েছে, তাদের অনতিবিলম্বে সব প্ল্যাটফর্ম থেকে তা অপসারণের দাবি জানান।
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন— "যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করবেন না এবং বিভ্রান্তিকর গুজব থেকে দূরে থাকুন।"
ড. আব্দ্দুদ্দাইয়ান মুহাম্মাদ ইউনূছের পক্ষ থেকে তাঁর ভাতিজা জামিল মাহমুদ একটি বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স