ঢাকা | বঙ্গাব্দ

নিজ দায়িত্বে পোস্টার–ব্যানার অপসারণ করলেন হান্নান মাসউদ

  • নিউজ প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর, ২০২৫
নিজ দায়িত্বে পোস্টার–ব্যানার অপসারণ করলেন হান্নান মাসউদ ছবির ক্যাপশন:
ad728
হানিফ উদ্দিন সাকিব
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা প্রতীকের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তফসিল পরবর্তী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হাতিয়ার ওছখালী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় নিজ নামে ছাপানো সব প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়ে কর্মী-সমর্থকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে আইন মেনে সব ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশনা দেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন মেনে চলা প্রতিটি প্রার্থীর গণতান্ত্রিক দায়িত্ব। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ, হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজাসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স