ঢাকা | বঙ্গাব্দ

৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী ছবির ক্যাপশন: ৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী
ad728

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক অবাক করা ঘোষণায় জানিয়েছেন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী “ডিয়েলা” এখন “গর্ভবতী” এবং শিগগিরই “৮৩ সন্তান” জন্ম দেবে। রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন,“আমরা আজ ডিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো করেছি। তাই প্রথমবারের মতো ৮৩ সন্তানের সাথে ডিয়েলা গর্ভবতী।”

আলবেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই সিস্টেম পুরোপুরি চালু হবে এবং সংসদীয় কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, “ডিয়েলা” (যার অর্থ “সূর্য”) ২০২৪ সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নিয়োগ পান।

তিনি ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন, নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন।

এআই-উৎপাদিত এই মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে। ডিয়েলা বর্তমানে পাবলিক টেন্ডার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বে আছেন, যা রামার দাবি অনুযায়ী “১০০ শতাংশ দুর্নীতিমুক্ত” এবং সম্পূর্ণ স্বচ্ছ।

এই নিয়োগের মাধ্যমে আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন অ-মানব (এআই) সরকারী মন্ত্রী নিয়োগের ইতিহাস গড়েছে। ডিয়েলা সম্পূর্ণভাবে কোড ও পিক্সেল দ্বারা তৈরি একটি ডিজিটাল সত্তা, যিনি এখন রূপক অর্থে “৮৩ সন্তান”-এর জননী হতে চলেছেন — আলবেনিয়ার সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার উদ্দেশ্যে।

আমা


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাগ্রত দ্বীপ হাতিয়ার ৯ম প্রতিষ্ঠ

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাগ্রত দ্বীপ হাতিয়ার ৯ম প্রতিষ্ঠ