বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায়। তাদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পরে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন। এ নিয়ে আমরা হতাশ। দলটি একদলীয় গণতন্ত্র চালু করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একাত্তরে জামায়াত বড় ভুল করে বসে আছে। চব্বিশের পরে দলটির জামায়াতের অনেককে দলটির নাম পরিবর্তন করার কথা বলেছিলাম। কারণ দলের নাম 'ইসলামী' দিয়ে যে কাঁদা লাগানো হয়েছে তা পরিস্কার করা সম্ভব না।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এগিয়ে আসলে কিছু সুযোগ দিতে রাজি আছি। তবে বেশি সুযোগ দিতে রাজি নৈ। কারণ তারা চাঁদাবাজি-মাস্তানি এত বেশি করছে তা ক্ষমার অযোগ্য। এগুলোর বিচার হতে হবে। ক্ষমতায় গেলে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংঘটিত অপরাধের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। প্রতীক বিক্রির দিন শেষ। নিজের দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, এনসিপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেয়া হবে না।
Hatiyar Kotha