ঢাকা | বঙ্গাব্দ

কোচ নন, ভবিষ্যতে ক্লাব মালিক হতে চান মেসি

  • নিউজ প্রকাশের তারিখ : ৭ জানুয়ারি, ২০২৬
কোচ নন, ভবিষ্যতে ক্লাব মালিক হতে চান মেসি ছবির ক্যাপশন:
ad728
ফুটবল ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা লিওনেল মেসি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। কোচ হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি জানিয়েছেন, অবসরের পর নিজের ক্লাব পরিচালনা ও এর উন্নয়নে কাজ করতেই বেশি আগ্রহী তিনি।
আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল লুজু টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। কোচিং আমার পছন্দ হলেও আমি ক্লাবের মালিক হতে বেশি আগ্রহী। একদম নিচ থেকে একটি ক্লাব গড়ে তুলে সেটিকে বড় করতে চাই। শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ তৈরি করাই আমার লক্ষ্য।’

ইন্টার মায়ামির হয়ে প্রথমবার শিরোপা জেতানো মেসি সম্প্রতি ক্লাবটির সঙ্গে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ফলে আরও কয়েক বছর মাঠে দেখা যাবে আর্জেন্টাইন এই মহাতারকাকে।

এরই মধ্যে মালিকানার জগতে পা রেখেছেন মেসি। দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে তিনি উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’ চালু করেছেন। মেসি ও সুয়ারেজের নামের আদ্যক্ষর থেকেই ক্লাবটির নামকরণ করা হয়েছে। বর্তমানে ক্লাবটির সঙ্গে যুক্ত আছেন ৮০ জন পেশাদার কর্মী এবং সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি।

এছাড়া তরুণ প্রতিভা খুঁজে বের করার উদ্দেশ্যে মেসি চালু করেছেন অনূর্ধ্ব-১৬ যুব টুর্নামেন্ট ‘মেসি কাপ’। গত ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রিভার প্লেট।

আপাতত মাঠের খেলাতেই মনোযোগী মেসি। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ মৌসুম শুরু করবে।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনা হবে: তারেক রহ

বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনা হবে: তারেক রহ