ইন্টার মায়ামির হয়ে প্রথমবার শিরোপা জেতানো মেসি সম্প্রতি ক্লাবটির সঙ্গে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ফলে আরও কয়েক বছর মাঠে দেখা যাবে আর্জেন্টাইন এই মহাতারকাকে।
এরই মধ্যে মালিকানার জগতে পা রেখেছেন মেসি। দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে তিনি উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’ চালু করেছেন। মেসি ও সুয়ারেজের নামের আদ্যক্ষর থেকেই ক্লাবটির নামকরণ করা হয়েছে। বর্তমানে ক্লাবটির সঙ্গে যুক্ত আছেন ৮০ জন পেশাদার কর্মী এবং সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি।
Hatiyar Kotha