ঢাকা | বঙ্গাব্দ

নেতাকর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর, ২০২৫
নেতাকর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি ছবির ক্যাপশন:
ad728

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট স ম সালাউদ্দিন তার ৩০ কর্মী-সমর্থককে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে জেলা অফিসে প্রাথমিক সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটির কার্যক্রমে যুক্ত হন।

যোগদানের সময় সালাউদ্দিন বলেন, ‘আমি আজ (মঙ্গলবার) জামায়াত ইসলামীতে যোগদান করেছি। দলটি কোরআন ও সুন্নার আলোকে পরিচালিত হয়। জামায়াত ক্ষমতায় এলে দেশ দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজি, ঘুষ বা অন্য কোনো অনিয়ম থাকবে না। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে।’

সাতক্ষীরা-২ আসনের জামায়াতের নোমিনী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘স ম সালাউদ্দিন একজন যোগ্য ও সাহসী নেতা। তিনি আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং দুবারের নির্বাচিত সংসদ সদস্য। তার নেতৃত্ব আমাদের জন্য উদাহরণ।’

জামায়াত ইসলামীতে যোগদানকারী অন্য সদস্যরা জানান, ‘একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা এই দলে যোগদান করেছি। ইসলামী আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। তাই আমরা শেষ বয়সেও দলেই আসছি।’

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারি খোরশেদ আলম।

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন জানান, স ম সালাউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৩ আসন থেকে নির্বাচিত হন এবং পরে জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি একসময় জেলা জাপার সভাপতি ছিলেন। তবে তিনি দল থেকে পদত্যাগ করেননি এবং বর্তমানে দলের সঙ্গে নেই।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার