ঢাকা | বঙ্গাব্দ

জাগ্রত দ্বীপ হাতিয়া’র বার্ষিক ম্যাগাজিন ‘জাগ্রত জনপদ’-এ লেখার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
জাগ্রত দ্বীপ হাতিয়া’র বার্ষিক ম্যাগাজিন ‘জাগ্রত জনপদ’-এ লেখার আহ্বান ছবির ক্যাপশন:
ad728

আবিদ উল্যাহ জাকের: হাতিয়ার কথা অনলাইন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত দ্বীপ হাতিয়া’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে বার্ষিক ম্যাগাজিন ‘জাগ্রত জনপদ’। এই ম্যাগাজিনকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে হাতিয়ার সর্বস্তরের মানুষের কাছে লেখা আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির সদস্যরা জানিয়েছেন, এই ম্যাগাজিনে হাতিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, সমাজ, পরিবেশ, উন্নয়ন ও মানবসম্পদসহ নানা দিক তুলে ধরা হবে। হাতিয়ার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ধারণ করে এটি হবে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও সাহিত্যধর্মী প্রকাশনা। এতে স্থান পাবে গবেষণাপত্র, প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি এবং হাতিয়াবাসীর জীবন ও সংগ্রামের বাস্তব চিত্র।

‘জাগ্রত দ্বীপ হাতিয়া’ জানায়, হাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনীতি, কৃষি ও মৎস্যসম্পদ, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, শিল্প ও সংগীতের বিকাশ— এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে এই প্রকাশনায়। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির দিকগুলোও ম্যাগাজিনে বিশেষভাবে উপস্থাপন করা হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হাতিয়ার মানুষদের মেধা, মনন ও সৃজনশীল চিন্তাধারার প্রকাশ ঘটাতে এই ম্যাগাজিন হবে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। প্রত্যেক লেখক, গবেষক ও সাহিত্যপ্রেমীকে আহ্বান জানানো হচ্ছে— তারা যেন তাদের লেখা পাঠান নির্ধারিত ই-মেইলে।

লেখা পাঠানোর ঠিকানা: m.jinna2005@gmail.com

এ ছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠান চাইলে নিজেদের বিজ্ঞাপনও দিতে পারবেন ম্যাগাজিনটিতে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা চাই হাতিয়ার মানুষ নিজের দ্বীপকে নিয়ে ভাবুক, লিখুক এবং বিশ্বে উপস্থাপন করুক তার ইতিহাস ও সম্ভাবনা। ‘জাগ্রত জনপদ’ হবে সেই যাত্রার একটি অনন্য দলিল।”

নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
জেলেরা এবার যে কারণে বেশি আক্রমণাত্মক

জেলেরা এবার যে কারণে বেশি আক্রমণাত্মক