ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালী–৬ আসনে বাবা–ছেলে ও স্বামী–স্ত্রীসহ একাধিক পারিবারিক প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর, ২০২৫
নোয়াখালী–৬ আসনে বাবা–ছেলে ও স্বামী–স্ত্রীসহ একাধিক পারিবারিক প্রার্থী ছবির ক্যাপশন: এনসিপি নেতা হান্নান মাসউদ ও তার বাবা আবদুল মালেক
ad728

হাতিয়ার কথা ডেস্ক :
নোয়াখালী–৬ (হাতিয়া) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবার থেকে একাধিক প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী মাঠে তৈরি হয়েছে ব্যতিক্রমী চিত্র। বাবা–ছেলে ও স্বামী–স্ত্রী ভিন্ন ভিন্ন দল ও প্রতীকে প্রার্থী হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা, কৌতূহল ও রাজনৈতিক বিশ্লেষণ চলছে।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেখা যায়, বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

এদিকে একই আসনে স্বামী–স্ত্রীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সাবেক তিনবারের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম এবং তার সহধর্মিণী মিসেস শামীমা আজিম পৃথকভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন, যা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

একই পরিবার থেকে একাধিক প্রার্থীর অংশগ্রহণকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা প্রকাশ করছেন—এতে আদর্শভিত্তিক রাজনীতির পরিবর্তে গোষ্ঠীভিত্তিক প্রভাব বাড়তে পারে, যা সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

জানা গেছে, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবদুল হান্নান মাসউদ এবং বিএনপি থেকে মো. মাহবুবুর রহমান প্রার্থী হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম, মিসেস শামীমা আজিম, তানভীর উদ্দিন রাজিব ও মুহাম্মদ নুরুল আমীন।

এ ছাড়া জাতীয় পার্টি (জাপা) থেকে এ. টি. এম. নবী উল্যাহ ও নাছিম উদ্দিন মো. বায়েজীদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ আবদুল মোতালেব, গণঅধিকার পরিষদ থেকে মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে মোহাম্মদ আবুল হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। তবে ভোটের অভিজ্ঞতা আমার জন্য নতুন। ভোটার হওয়ার পর এখন পর্যন্ত কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি। আমার বাবা একজন প্রবীণ ও অভিজ্ঞ মানুষ—তার মনোনয়ন দাখিলে আমি তাকে উৎসাহিত করেছি।”

এ বিষয়ে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স