ঢাকা | বঙ্গাব্দ

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর, ২০২৫
চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি ছবির ক্যাপশন:
ad728

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে ইনকিলাব কালচারাল সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি ‍উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ গুলি করে পালিয়ে যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওই রাতেই অর্থাৎ হাদিকে গুলি করার ১২ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও তার সঙ্গে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফয়সাল ও আলমগীর দুজনিই এখন মহারাষ্ট্রে অবস্থান করছেন। তারা এখন বাংলাদেশের সিমও ব্যবহার করছেন না। ভারতের সিম ব্যবহার করে মোবাইল ফোন চালাচ্ছেন তারা। তবে সেটাও সব সময় না। বেশিরভাগ সময় তাদের ফোন বন্ধই পাওয়া যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা বৃত্তির ফল প্রকাশ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা বৃত্তির ফল প্রকাশ