ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা বৃত্তির ফল প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর, ২০২৫
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা বৃত্তির ফল প্রকাশ ছবির ক্যাপশন:
ad728
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শিক্ষা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক ও আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সোলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, হাতিয়া দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এইউএম ইদ্রিস। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ১৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ২৯ জন এবং সাধারণ গ্রেডে ৫৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা ও মেধা বিকাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। বৃত্তি পরীক্ষার মাধ্যমে হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণিভিত্তিক অগ্রগতি ও ঘাটতির চিত্র স্পষ্ট হয়েছে, যা ভবিষ্যতে বোর্ড পরীক্ষায় পাশের হার বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তিনি কৃতকার্য শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক আনম হাসান বলেন, প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট এ বছর প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। আগামী দিনগুলোতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট নূরের ক্ষমা চাওয়ার

বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের নিকট নূরের ক্ষমা চাওয়ার