ঢাকা | বঙ্গাব্দ

দ্বীপ হাতিয়ার মাটি - আমিনুল ইসলাম সৈকত

  • নিউজ প্রকাশের তারিখ : ৯ জানুয়ারি, ২০২৬
দ্বীপ হাতিয়ার মাটি - আমিনুল ইসলাম সৈকত ছবির ক্যাপশন: হাতিয়া দ্বীপ
ad728
 দ্বীপ হাতিয়ার মাটি

কবি: আমিনুল ইসলাম সৈকত

মেঘনার কূলে নিবাস আমার,
সুজল-সুফল ভরা,
দ্বীপ হাতিয়ায় জন্ম নিয়েই
ধন্য জীবনধারা।

ছায়া-সুনিবিড় শান্তির নীড়,
মানুষগুলো আপন,
হাসি-সংগ্রামে স্বপ্ন চাষে
সুখে দিন করি যাপন।

স্নিগ্ধ কোমল মুগ্ধ ভূতল 
হেরি বিহঙ্গ কলি, 
রোজ জ্ঞানীদের সবক নিতে 
আলপথ ধরে চলি।

দ্বীপের আকাশ, দ্বীপের বাতাস
প্রাণে দেয় যে দোলা,
এ মাটির আঁচল সুভাস-শীতল
যায় কি একে ভোলা?

এ অঞ্চলই মোর স্বার্থক জনম,
এখানেই শেষ ঘাঁটি,
সোনার চেয়েও খাঁটি আমার
দ্বীপ হাতিয়ার মাটি।

নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪