আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী। এ সময় ডাকসুর নেতৃবৃন্দর তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
এছাড়া সভায় উপস্থিত রয়েছেন ঢাবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) অধ্যাপক ড. আতাউর রহমান খান, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের দলীয় মূখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুর রহমান।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সঞ্চালনায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে জিএস এসএম ফরহাদ সহ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ২৮ অক্টোবরের সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন।
Hatiyar Kotha