ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া দ্বীপ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
হাতিয়া দ্বীপ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ ছবির ক্যাপশন: হাতিয়া দ্বীপ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ
ad728
হাতিয়া দ্বীপ সরকারি কলেজ কর্তৃপক্ষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে, যা আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে ০২/১১/২০২৫ খ্রি. তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, যে সকল শিক্ষার্থী নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদেরকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

 শর্তগুলো হলো, শিক্ষার্থীদের ক্লাসে ন্যূনতম ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। একইসাথে, সকল শিক্ষার্থীকে অবশ্যই আসন্ন নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এবং তাতে উত্তীর্ণ হতে হবে। এই তিনটি শর্ত পূরণ করা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ.এস. সাইফুল আলম স্বাক্ষর করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স