ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়ন দাখিল করলেন এড. মাহফুজুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর, ২০২৫
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়ন দাখিল করলেন এড. মাহফুজুল হক ছবির ক্যাপশন:
ad728

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এডভোকেট শাহ মাহফুজুল হক। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এডভোকেট শাহ মাহফুজুল হকের অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে মনোনয়ন দাখিল করেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরউদ্দিন মেশকাত।এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল হক জোবায়ের, ইসলামী ছাত্রশিবির নেতা আজিজুল বারী তাকরিমসহ জামায়াতের একটি প্রতিনিধি দল। মনোনয়ন দাখিলের পর এক প্রতিক্রিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, “হাতিয়ার জনগণ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে ইসলামের নৈতিক মূল্যবোধের আলোকে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও উন্নয়নমুখী হাতিয়া গড়তে কাজ করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”এদিকে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরউদ্দিন মেশকাত বলেন, “হাতিয়ার মানুষ পরিবর্তন চায়। এডভোকেট শাহ মাহফুজুল হক একজন সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। আমরা আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষেই রায় দেবে।”মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হাসান মাসুদ