ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি, ২০২৬
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
ad728

নোয়াখালীর সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউসুফ ওরফে রুবেল (৩৭), তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১১ (নোয়াখালী) ও র‍্যাব-৭ (চট্টগ্রাম) যৌথ অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাধরা ইউনিয়নে ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এরপর সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান শেষে ইউসুফ রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স