ঢাকা | বঙ্গাব্দ

টাকা না দেওয়ায় দাদিকে জবাই, নাতি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
টাকা না দেওয়ায় দাদিকে জবাই, নাতি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

রংপুরের পীরগঞ্জে দাদির কাছে টাকা চেয়ে না পেয়ে জবাই করে হত্যা মামলায় গ্রেপ্তার নাতি অনিক হাসান হৃদয় (১৯) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় তাকে রংপুরের পীরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আমলি ম্যাজিস্ট্রেট মন্তাজ আলীর আদালতে তোলা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

শনিবার (১৮ অক্টোবর) পীরগঞ্জ উপজেলার খেদমতপুর ইউনিয়নের ঘেগারতল এলাকায় আকলিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকলিমা বেগম ওই এলাকার মো. হাকিম মিয়ার স্ত্রী ছিলেন।

ঘটনার পর পুলিশ ও পরিবারের সদস্যরা প্রথমে হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। সকালে প্রতিবেশীরা ঘর থেকে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হত্যার ঘটনার পর পীরগঞ্জ থানা পুলিশ ক্লুলেস এই হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর হোসেন ৪৮ ঘণ্টার মধ্যেই উন্নত প্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার এলাকা থেকে নিহতের নাতি অনিক হাসান হৃদয়কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে, পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,“অনিক হাসান হৃদয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। হত্যার উদ্দেশ্য ও পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

এ সময় তিনি জানান, জবানবন্দিতে হৃদয় দাদীর কাছে ১০ হাজার টাকা চেয়েছিল। না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দাদিকে অস্ত্র দিয়ে হত্যা করে সে।

ওসি আরও জানান, নিহতের ভাই অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি

১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি