প্রিন্ট এর তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৫
নোয়াখালী-৬ (হাতিয়া)আসনের মনোনয়ন ফরম তুললেন এড. মাহফুজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলের একটি প্রতিনিধি দল।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় ব্যক্তিগত কারণে এডভোকেট শাহ মাহফুজুল হক নিজে উপস্থিত ছিলেন না।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এডভোকেট শাহ মাহফুজুল হক এক প্রতিক্রিয়ায় বলেন,
“জামায়াতে ইসলামী আমাকে কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছে, দলের নির্দেশনার আলোকে আমি কাজ করছি। হাতিয়ার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটানোর লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর ওপর ভরসা করে এবং জনগণের সমর্থন নিয়ে হাতিয়াকে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন,
“হাতিয়ার মানুষ আজ ন্যায়বিচার, নিরাপত্তা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো এবং সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবো।”
এ সময় মনোনয়ন ফরম সংগ্রহে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরউদ্দিন মেশকাত, জাহাজমারা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নোমান সিদ্দিকসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরউদ্দিন মেশকাত বলেন,
“এডভোকেট শাহ মাহফুজুল হক একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। হাতিয়ার জনগণ তার প্রতি আস্থা রাখে। আমরা আশাবাদী, জনগণের রায়ে ইনশাআল্লাহ তিনি বিজয়ী হবেন।”
তিনি আরও বলেন,
“হাতিয়ার মানুষের অধিকার আদায় ও টেকসই উন্নয়নের জন্য জামায়াতে ইসলামী সবসময় সংগ্রাম করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha