প্রিন্ট এর তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৫
ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২ জন আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; ভোলা এবং হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২ জন আটক।
রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার রাত ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার বোরহানউদ্দিন থানাধীন দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সেলিম হাওলাদার (৪৫) কে আটক করা হয়।
অপরদিকে, আজ ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার রাত ১টা হতে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন কোরালিয়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে আবুল কাশেম (৬৪) কে আটক করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তিদ্বয় নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha