প্রিন্ট এর তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৫
হাতিয়ায় আদর্শ মানুষ গঠনে ডোনেট ফর গুডের 'Aim in Life' কর্মশালা

শিক্ষার্থীদের নৈতিক, আত্মিক ও আদর্শিক উন্নয়নের লক্ষ্যে হাতিয়ায় ‘Aim in Life (জীবনের লক্ষ্য)’ শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি আয়োজন করে ডোনেট ফর গুড ও আল কুরআন রিফলেকশন সেন্টার।
রবিবার ২১ ডিসেম্বর সকালে হাতিয়ার এ.এম. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন রিফলেকশন সেন্টার ও ডোনেট ফর গুডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নুরুনবী।
কিশোর কণ্ঠ পাঠক ফোরাম হাতিয়া উপজেলা পরিচালক মোঃ আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক মোঃ কেফায়েতুল্লাহ এবং ছাত্রসংগঠক মোঃ আশিকুল ইসলাম।
কর্মশালায় বক্তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ, নৈতিক মূল্যবোধ গঠন, আত্মশুদ্ধি এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সঠিক জীবনের লক্ষ্য নির্ধারণ একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে 'ইসলামের বুনিয়াদি শিক্ষা'বিষয়ক বই উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিল আল কুরআন রিফলেকশন সেন্টার। আয়োজকরা জানান, এ ধরনের দিকনির্দেশনামূলক ও শিক্ষামূলক কর্মশালা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha