প্রিন্ট এর তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৫
হাদি হত্যা ও হান্নান মাসউদকে হুমকি: উত্তাল হাতিয়া, থানা ঘেরাও করে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালীর হাতিয়া।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে হাতিয়া থানার প্রধান ফটকের সামনে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা থানা ঘেরাও করে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
বিক্ষোভে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মো. আলা উদ্দিন, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক নুরুল আমিন রিপন, উপজেলা আহ্বায়ক ইউসুফ রেজা, সদস্য সচিব সাইফুল ইসলাম রাকিব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় উপ-প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা আহ্বায়ক নেয়ামত উল্যাহ নীরব, সদস্য সচিব আশিক এলাহিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাতিয়ায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এর রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এনসিপি প্রার্থী হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ সকল খুনিকে দ্রুত গ্রেপ্তার, হান্নান মাসউদকে দেওয়া হুমকির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং হাতিয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন যে, ওসমান হাদি হত্যা মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং হান্নান মাসউদকে দেওয়া হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং দ্রুতই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলেও তারা জানান।
প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করে রাজপথ ত্যাগ করেন। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha