প্রিন্ট এর তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৫
রাতভর অভিযানে ভোলা-হাতিয়ায় ৫ জন আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক রাতভর অভিযানে পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আটককৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ১৯ ডিসেম্বর শুক্রবার মধ্যরাত ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ভোলার সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে আব্দুর রহমান রুবেল (৩৫), মো. আলী হোসেন পাটোয়ারী (৪৫), মো. আব্দুল কুদ্দুস মাতব্বর (৪৭) এবং আব্দুল কুদ্দুস চুন্নু (৭৬) নামে চারজনকে আটক করা হয়।
অন্যদিকে, ১৯ ডিসেম্বর শুক্রবার রাত ১টা থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন আঠারো বেকি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পলাশ আচার্য্য (৩৫) নামে একজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানে আটককৃত পাঁচজনই নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেদুরিয়া এলাকা থেকে আটক চারজনকে ভোলা সদর থানায় এবং হাতিয়া থেকে আটক ব্যক্তিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক (বিএন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha