প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
হাতিয়ায় বিএনপি নেত্রী সোহেলীর বাড়িতে সন্ত্রাসী হামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের আফাজিয়া বাজার এলাকায় বিএনপি নেত্রী ফৌজিয়া সাফদার সোহেলীর বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় এই নেত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অভিযোগ করেন, তার হাতিয়ার বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং এতে তার পরিবারের সদস্যরা আতঙ্কিত অবস্থায় রয়েছেন।
ফৌজিয়া সাফদার সোহেলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আছি এবং সব সময় দলীয় ঐক্য ও জনগণের পাশে থেকেছি। সম্প্রতি কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমার বাড়িতে হামলা তারই অংশ হতে পারে।”
তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, “দলের অভ্যন্তরে মতবিরোধ থাকলেও তা কখনোই সহিংসতায় রূপ নিতে পারে না। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”
রাজনৈতিক মহলে এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক মতপার্থক্যের সমাধান শান্তিপূর্ণ আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি নজরে রেখেছেন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ফৌজিয়া সাফদার সোহেলী শুধু রাজনীতিতেই নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত। তিনি দীর্ঘদিন ধরে হাতিয়া উপজেলার নারী ও যুব উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha