প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাগ্রত দ্বীপ হাতিয়ার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় "জাগ্রত দ্বীপ হাতিয়া সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন"-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী ২৮শে নভেম্বর, শুক্রবার, ওসখালীর এ. এম. উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টা থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সংগঠনের নিজস্ব ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। এছাড়া, সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানো হবে।
তরুণদের মধ্যে সৃজনশীলতা প্রসারে একটি বিশেষ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। একই সাথে, ডিজিটাল মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করতে দেওয়া হবে 'বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড'। দিনব্যাপী এই আয়োজনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও ব্যবস্থা রয়েছে।
এই বৃহৎ আয়োজনের সফলতার জন্য "জাগ্রত দ্বীপ হাতিয়া সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন" সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এতে উপস্থিত থাকবেন হাতিয়ার রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, ও গুণিজন ব্যক্তিবর্গ।
'জাগ্রত দ্বীপ হাতিয়া' সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন এর অন্যতম পরিচালক আজগর হোসেন আকাশ বলেন, "আমাদের সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠান সফল করতে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সম্মান জানাতে পেরে আনন্দিত। একই সাথে, নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফারদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি, সবার সহযোগিতায় একটি সফল এবং সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হবে।"
সংগঠন এর মহাপরিচালক মোহাম্মদ আলী বলেন, "আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকে হাতিয়ার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছি। এই আয়োজনের মাধ্যমে আমরা একদিকে যেমন আমাদের পথচলার ৯ বছর উদযাপন করছি, তেমনি নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফারদের উৎসাহ দিচ্ছি। আশা করি, সকলের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha