প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষক সড়ক দুর্ঘটনায় আহত

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষক পরপর দুই দিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনায় পুরো বিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। বর্তমানে আহত চারজনই চিকিৎসাধীন রয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় খাশেরহাট বাজার থেকে ওছখালী যাওয়ার পথে টমটমের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম. মোজাহিদুল ইসলাম ও অফিস সহকারী কাম হিসাব সহকারী মো. ফখরুল ইসলাম।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাতিয়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসক সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম স্যারের অপারেশন আগামী সোমবার অনুষ্ঠিত হবে, এবং অফিস সহকারী ফখরুল ইসলামের অপারেশন তিন সপ্তাহ পরে হওয়ার কথা রয়েছে।
এর একদিন পর, অর্থাৎ ২২ অক্টোবর ২০২৫ তারিখে, একই বিদ্যালয়ের আরও দুই শিক্ষক— সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও বিএসসি শিক্ষক মিজানুর রহমান— আফাজিয়া বাজার থেকে খাশেরহাট ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তাঁরা নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত চারজনের কারো অবস্থা এখন আশঙ্কাজনক নয়। তবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ব্যথা রয়েছে, সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অভিভাবক সমাজ সকলেই আহত শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বিদ্যালয় পরিবার এক বিবৃতিতে বলেছে—
“গতকাল ও আজকের দিন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত শোকের ও দুঃখের। আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, যেন তিনি আমাদের সকল শিক্ষককে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত করেন।”
🤲 সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয় পরিবার সবার কাছে আহত শিক্ষকদের জন্য দোয়া চেয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha