প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2025 ইং
হান্নান মাসউদকে ‘ভারপ্রাপ্ত সংসদ সদস্য’ দেখাচ্ছে অনলাইন বিশ্বকোষ

অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে নোয়াখালী ৬ (সংসদীয় আসন ২৭৩) আসনের ভারপ্রাপ্ত সংসদ সদস্য হিসেবে দেখানো হয়েছে। তবে তিনি নিজে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
এই তথ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সংবিধান ও আইনে ‘ভারপ্রাপ্ত সংসদ সদস্য’ নামে কোনো পদ নেই। সংবিধানের ৬৫ থেকে ৭১ অনুচ্ছেদে সংসদ গঠন, সদস্য সংখ্যা ও শূন্য আসন পূরণের নিয়ম আছে, কিন্তু ‘ভারপ্রাপ্ত’ বা ‘অ্যাকটিং মেম্বার অব পার্লামেন্ট’ নামে কোনো পদ নেই।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো আসন শূন্য থাকলে উপনির্বাচন না হওয়া পর্যন্ত সেটি শূন্যই থাকে। সুতরাং উইকিপিডিয়ায় দেওয়া তথ্য ভুল ও বিভ্রান্তিকর।
বিশেষজ্ঞদের মতে, কেউ হয়তো দলীয় কোনো অভ্যন্তরীণ পদবি, যেমন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বা অস্থায়ী প্রতিনিধি, ভুলভাবে সংসদীয় পদবির সঙ্গে যুক্ত করেছে।
এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, “আমি উইকিপিডিয়ায় আমার নাম ভারপ্রাপ্ত সংসদ সদস্য হিসেবে দেখানোর বিষয়ে জানতাম না। এ ধরনের তথ্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং মিডিয়াতে ভুল প্রতিক্রিয়ার সুযোগ দেয়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির নোয়াখালী ৬ আসনের মনোনয়নপ্রত্যাশী শাহনেওয়াজ বলেন, “উইকিপিডিয়ায় হান্নান মাসউদকে ‘ভারপ্রাপ্ত সংসদ সদস্য’ দেখানো হাস্যকর। ভোট ছাড়া কেউ সংসদ সদস্য হতে পারে না। এটা যারা করেছে তাদের ভুল।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha