
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হাতিয়া পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো. আকরাম হোসেন। তিনি সম্প্রতি সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করলেও দলের বর্তমান সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের অনৈক্য, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং ঊর্ধ্বতন নেতাদের অনৈতিক কর্মকাণ্ডে তিনি গভীরভাবে হতাশ।
তিনি বলেন, “দলীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বর্তমান বাস্তবতায় দলের কিছু নেতার দুর্নীতি, অব্যবস্থাপনা ও ত্যাগী কর্মীদের প্রতি অবজ্ঞার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থায় আমি এই দায়িত্ব পালন করা নিজের জন্য অনুপযুক্ত মনে করছি।”
আকরাম হোসেন আরও অভিযোগ করেন, ত্যাগী ও আদর্শবান কর্মীদের উপেক্ষা করে দল এখন ব্যক্তিস্বার্থে পরিচালিত হচ্ছে। দলের বর্তমান সাংগঠনিক অবস্থার প্রতি তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলের প্রতি শ্রদ্ধা রেখে ব্যক্তি পর্যায়ে সক্রিয় থাকবেন বলেও জানান।
উল্লেখ্য, মো. আকরাম হোসেন ২০২৫ সালের ৩ জানুয়ারি হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছিলেন।