প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
জাগ্রত দ্বীপ হাতিয়া”-এর বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর এওয়ার্ড মনোনীত রাসেল ও ফরিদ

আবিদ উল্যাহ জাকের: হাতিয়ার কথা অনলাইন
হাতিয়ার তরুণ কনটেন্ট নির্মাতাদের সৃজনশীলতা ও অনলাইন অবদানকে স্বীকৃতি দিতে সামাজিক ও মানবিক সংগঠন “জাগ্রত দ্বীপ হাতিয়া” প্রথমবারের মতো চালু করেছে Best Content Creator Award 2025। এই সম্মাননা প্রদান করা হবে এমন একজন ক্রিয়েটরকে, যিনি নিজের মেধা, চিন্তাশক্তি ও ডিজিটাল উপস্থিতির মাধ্যমে হাতিয়ার সৌন্দর্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরেছেন।
এই অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন দুইজন তরুণ কনটেন্ট ক্রিয়েটর — রাসেল উদ্দিন ও আরিয়েন আহমেদ ফরিদ।
রাসেল উদ্দিন হাতিয়াকে নিয়ে তথ্যবহুল ও সচেতনতামূলক ভিডিও তৈরি করে অনলাইনে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। তার নির্মিত ভিডিওতে উঠে আসে হাতিয়ার ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, সামাজিক সমস্যা এবং উন্নয়ন সম্ভাবনা। তার কাজ শুধু বিনোদন নয়, বরং হাতিয়ার মানুষকে তাদের অঞ্চল নিয়ে গর্বিত হতে অনুপ্রাণিত করে।
অন্যদিকে, আরিয়েন আহমেদ ফরিদ হাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলোকে তুলে ধরার মাধ্যমে আলোচনায় এসেছেন। তার ক্যামেরায় ধরা পড়ে নিঝুম দ্বীপের মনোরম প্রকৃতি, হাতিয়ার সৈকতের সৌন্দর্য, সবুজ গ্রামীণ দৃশ্য ও স্থানীয় সংস্কৃতি। ফরিদের ভিডিও অনেক তরুণকে হাতিয়া ভ্রমণে উৎসাহিত করেছে, যা দ্বীপের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “রাসেল উদ্দিন ও আরিয়েন আহমেদ ফরিদ দুজনেই হাতিয়ার গৌরব ও সম্ভাবনার দূত হিসেবে কাজ করছেন। তাদের কনটেন্ট হাতিয়ার পরিচিতি ছড়িয়ে দিচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে।”
আগামী ২৩ নভেম্বর ২০২৫, হাতিয়ার মাটিতে “জাগ্রত দ্বীপ হাতিয়া”-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সংগঠনের কনটেন্ট বিশ্লেষক কমিটি ও এডমিন প্যানেলের ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবেন এ বছরের Best Content Creator Award 2025 বিজয়ী।
এই আয়োজনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, অতিথি সংবর্ধনা এবং তরুণদের অংশগ্রহণে নানা রঙিন আয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Hatiyar Kotha