ঢাকা | বঙ্গাব্দ

ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর, ২০২৫
ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া ছবির ক্যাপশন:
ad728
ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঠিকমত চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরো উন্নতি সম্ভব। তবে তার অবস্থা স্থিতিশীল আছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা আশাবাদী খালেদা জিয়ার স্বস্থ্যের উন্নতি হবে। খালেদা জিয়ার স্বস্থ্যের খোঁজখবর রাখা ও সবধরনের সহযোগিতার জন্য ডা. জাহিদ প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, ডাক্তারবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমানসহ সবাই তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও তিনি জানান। গত ২৩ নভেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী